সমস্যা ৭
|| শুভঙ্করী ||
- কুড়বা কুড়বা কুড়বা লিজ্যে,
- কাঠায় কুড়বা কাঠায় লিজ্যে।
- কাঠায় কাঠায় ধূল পরিমাণ,
- বিশ ধূলে হয় কাঠার প্রমাণ।
- গণ্ডা যদি থাকে বাকী কাঠা নিলে পর,
- ষোল দিয়ে হরে তারে সারা গণ্ডা ধর।
[কুড়ব: কুড় ধাতু থেকে কুড়ব, অর্থ— মাপ করা; লিজ্যে: উর্দু শব্দ লিজিয়ে থেকে লিজ্যে। এর মানে, নেওয়া; হরে: ভাগ করে; গণ্ডা: চারটি]
সমাধান আসছে