সমস্যা ৪
।। ধাঁধা – টাকা চাই টাকা ।।
একজন গণিতপ্রেমী ভদ্রলোক একটি বাক্সের মধ্যে কিছু টাকা রেখে সেটিকে বন্ধ করে দিলেন। বাক্সটিতে একটি তালা বন্ধ করা আছে এবং তালাটি খুলতে গেলে একটি চার অংক বিশিষ্ট সংখ্যার প্রয়োজন। তিনি সোজাসুজি সংখ্যাটি না বলে একটি ধাঁধা দিলেন এবং ধাঁধাটি নিম্নরূপ।
যত সংখ্যা, তত ঘাত
সমষ্টিতেই বাজিমাত।
চন্দ্র হতে উদয় তার
পঞ্চবাণেতে শেষ।
গণিতেই আছে তার
সম্পূর্ণ দিকনির্দেশ।
সংখ্যাটি বলতে পারলেই টাকা!
সমাধান