সমস্যা ২
|| শুভঙ্করী ||
- পাটনা শহরে এক ধনী সদাগর।
- ব্যবসাতে রত সদা, ধর্মেতে তৎপর।।
- যত টাকা লাভ তাঁর হয় প্রতি সনে।
- তাহার তেহাই যায় আহার কারণে।।
- অষ্টম ভাগের ভাগ পোষাকেতে যায়।
- দশম ভাগের ভাগ গরীবে বিলায়।।
- বানের পৃষ্ঠেতে নেত্র স্থাপন করিয়া।
- যথাক্রমে দিক্ রস বেদেতে পুরিয়া।।
- তাহাতে যতেক তঙ্কা হইবে নির্ণয়।
- খরচ বাদেতে তাঁর লভ্য তত রয়।।
- বিচারিয়া শিশু ভাই বল এই বার।
- প্রতি সনে কত লাভ হইতো তাঁহার।।
[এখানে নাম সংখ্যার ব্যবহার হয়েছে। বান = ৫, নেত্র = ৩, দিক = ১০, রস = ৬ এবং বেদ = ৪]
সমাধান আসছে
Fantastic
LikeLiked by 1 person
Please look into the website. Many more fantastic things are there. Thanks.
LikeLike
Answer
LikeLiked by 1 person