সমস্যা ১১
- সভা মধ্যে বসেছিল চারি সহোদর।
- হেনকালে মতি লয়ে এল সদাগর।।
- বড় ভাই বলে আমি তিনের ধন পাই।
- আপনার অর্ধ দিয়া মতি কিনি লই।।
- মধ্যম বলিল আমি তিনের ধন পাই।
- আপনার সিকি দিয়া মতি কিনি লই।।
- ন-মধ্যম বলে আমি তিনের ধন পাই।
- দিয়া নিজ নয় পাই মতি কিনি লই।।
- ছোট ভাই বলে আমি তিনের ধন পাই।
- কিনি তবে মতি সহ নিজ সাত পাই।।
- চারি জনের কত ধন, মতির কি বা দাম।
- দিগ্বিজয়ী খড়ি এই দর্পচূর্ণ নাম।।