শুভঙ্করী

সমস্যা ৯

  • অল্প দিনে রথ দিতে মন কৈ’ল রায়।
  • চারি কারিগর এল রাজার সভায়।।
  • কেহ বলে পারি আটচল্লিশ দিবসে।
  • কেহ কহে পারি আমি দিবস চব্বিশে।।
  • কেহ বলে ষোল দিনে যদি পাই কাষ্ঠ।
  • অন্য বলে তবে মোর লাগে দিন অষ্ট।।
  • একেবারে দিল রাজা সহস্রেক ধন।
  • একযোগে কর্মেতে লাগিল চারি জন।।
  • কত দিনে রথখানি তৈয়ার হইবে।
  • বল দেখি কেবা কত বেতন পাইবে।।

3 comments

  1. পদ্ম সংখ্যা X ও ভ্রমর সংখ্যা Y হলে, প্রশ্নানুসারে।

    Y=2(X-1)…..(i)

    Y=X+1…….(ii)

    (i) ও (ii) সমাধান করে, x=3, y=4

    সরোবরে 3 ও টি পদ্ম ও 4 টি ভ্রমর এসেছিল।

  2. Problem 16:
    Answer – Ages of four old womens are respectively 50 years, 62 years, 56 years & 82 years.

Leave a Reply