পাটিগণিত

সমস্যা ১। একটি ৪০ কিলোগ্রাম ওজনের পাথরের বাটখারা হতে হাত থেকে পড়ে চার টুকরা হয়ে গেল। টুকরাগুলোর ওজন এমন দাঁড়াল যে তাদের সাহায্যে ১ কিলো থেকে ৪০ কিলো পর্যন্ত সমস্ত পূর্ণসংখ্যক কিলোগ্রাম ওজন সম্ভব হল! এখন প্রশ্ন এই যে টুকরা চারটির ওজন কত ছিল এবং কেমন ভাবে যে কোনও পূর্ণসংখ্যক কিলোগ্রাম ওজন তাদের সাহায্যে করা গিয়েছিল?

Leave a Reply

%d bloggers like this: